মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেছেন, বিএনপির এ অবস্থা হবে আমার ধারণা ছিল না। তাদের এই রাজনৈতিক পরাজয় নির্বাচনে বিচিত্র অভিজ্ঞা অর্জন হয়েছে। তিনি বলেন, বিএনপির কর্মীরা ভাড়া করা নেতা পছন্দ করেনি। তাদের নিজেদের নেতাকর্মী না থাকায় নির্বাচনী এলাকাতে জনসংযোগ কম হয়েছে। পাশাপাশি তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছিল নালিশ ও শর্ত দিয়ে। তারা ভোট চেয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির জন্য। দেশের স্বার্থে বা উন্নয়নের জন্য তারা ভোট চায়নি। এজন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
একাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর-১ আসনে বিজয়ী হয়ে আসার পর বুধবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
মোজ্জামেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য জনগণ আমাদের ভোট দিয়েছে। এবার নির্বাচনে যুব সমাজের শতভাগ ভোট আমরা পেয়েছি। কারণ যুব সমাজ বুঝতে পেড়েছে শেখ হাসিনা সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন