সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সংবিধান অনুযায়ী অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে দাবি করে বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
জয়নুল আবেদীন বলেন, ‘এই নিবার্চন দেশ-জাতি গ্রহণ করে নাই। দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের অভিভাবক, তারা স্যুমোটো বাতিল করার জন্য দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আমি দাবি জানাচ্ছি।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম