রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই নারী পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সুপ্রভাত পরিবহনের চালক মো. জুনায়েদকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এ আদেশ দেন।
এরআগে মামলা তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ফারুক খান আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেলের মাঝামাঝি জায়গায় ‘সুপ্রভাত’ পরিবহনের একটি বাসের চাপায় ওই দুই নারী নিহত হন।
নিহতরা হলেন, নাহিদ পারভীন পলি (১৯) ও মীম (১৩)। তারা মালিবাগের পদ্মা সিলেমা হলের বিপরীতে এমএইচ গার্মেন্ট কারখানায় কাজ করতেন। পলির গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায়, মীমের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। মগবাজারের পূর্ব নয়াটোলায় একটি রুম ভাড়া নিয়ে থাকতেন তারা।
দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবর শুনে আশপাশের কয়েকটি গার্মেন্টের কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর এবং দু'টি বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে চাপা দেওয়া বাসটি জব্দ এবং চালককে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার