মহাজোট সরকারের সামনে এখন আইনের শাসন প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মুন্সিগঞ্জ-১ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী মাহী বি চৌধুরী বলেন, আমরা জনগণের বিশাল সমর্থন পেয়েছি। ফলে মানুষের প্রত্যাশাও বেশি। আইনের শাসন প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ। আমরা জনগণের প্রত্যাশাপূরণে কাজ করবো।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৯/মাহবুব