আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার ও আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির মতে, নির্বাচন সুষ্ঠু হওয়ায় দেশ-বিদেশে বহুল প্রশংসিত হয়েছে। তবে ভোটে কয়েকজনের প্রাণহানির ঘটনায় মর্মাহত জানিয়ে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউন্সে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.এনামুল হক আইয়ুব।
এনামুল হক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। যা বিগত সবগুলো নির্বাচনের ভোটগ্রহণের গড় থেকে বেশি। আমাদের পর্যবক্ষক দল সারাদেশে ১২৪৫ টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। এর সবগুলো কেন্দ্র অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণেই এটা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সামসুল হক নিউটন, উপদেষ্টা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এম কামরুল হাসান খান আসলাম, উপদেষ্টা মো. আব্দুস সালাম খান ও পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৯/মাহবুব