৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে পুননির্বাচন এবং নোয়াখালীতে নির্বাচনী সহিংসতার জের ধরে গৃহবধূ ধর্ষণের বিচার দাবিতে বরিশালে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে।
প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়কারী ডা. মনিষা চক্রবর্তী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ ও সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান এবং জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সাথে নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণকারীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান অবস্থান কর্মসূচীতে অংশগ্রহনকারীরা।
বিডি প্রতিদিন/ফারজানা