নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের ঘর-বাড়ি ভাঙচুর ও একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়।
জানা যায়, আদমজী নতুন বাজার এলাকায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের সমর্থক আবদুল হান্নান ও ইসমাইলদের সঙ্গে প্যানেল মেয়র মতির সমর্থক আ. রাজ্জাক নামের একজনের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধ নিয়ে কয়েকদিন ধরেই শালিস বৈঠকও হয়।
এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় উভয় পক্ষের লোকজন আবারো জড়ো হলে প্রথমে বাক বিতণ্ডার ঘটনা ঘটে। এসময়ে মতি অকথ্য ভাষায় আ. হান্নান ও ইসমাইলকে গালাগাল করে। তখন তারা ক্ষিপ্ত হয়ে মতিকে কুপিয়ে জখম করা করে। মতিকে প্রথমে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সাইনবোর্ড এলাকার প্রোএ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ জানান, একটি জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধেই মতিকে মারধর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন