রাজধানী মিরপুরের পল্লবীতে ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ওই নারীর নাম কাজল রেখা (৪৫)। এ ঘটনার পর থেকে ছেলে রাসেলকে খুঁজছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আমরা জানতে পেরেছি রাসেল মাদকাসক্ত ছিল। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন