সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রাম শাখা। সংগঠনটির সভাপতি প্রফেসর ডাঃ একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
এক বিবৃতিতে তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জাতি একজন সৎ দেশপ্রেমিক ও উদারনৈতিক অসাম্প্রদায়িক নেতাকে হারালো। পেশাজীবীরা এই জননেতার প্রয়াণে গভীর শোকাহত।
বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা