রাজধানীর মতিঝিলের আরামবাগে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে শরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী রিকশাচালক নয়ন পলাতক রয়েছেন।
মতিঝিল থানা পুলিশ খবর পেয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ময়মনসিংহের কোতোয়ালি থানার বাউনিয়া গ্রামের জুলহাসের মেয়ে শরিফা। দুই সন্তানের জননী শরিফা স্বামীর সঙ্গে আরামবাগের ১২৪/১ নম্বর বাসায় ভাড়া থেকে অন্যের বাসায় গৃহপরিচারিকারর কাজ করতেন।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে আরামবাগের ওই বাসার ছয়তলার রুমের ভেতর খাটের উপর শোয়া অবস্থায় শরিফার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/হিমেল