জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় স্থাপিত সব অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিস দ্রুততম সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক অফিসের পাশে রাশেদ খান মেননের (ঢাকা-৮) অস্থায়ী ক্যাম্প অপসারণের মাধ্যমে বিশেষ এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
নির্বাচনের প্রচারের সুবিধার্থে ফুটপাতে অস্থায়ী ক্যাম্প অফিস করার সুযোগ দেওয়ার কথা জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, যেহেতু নির্বাচন শেষ, তাই প্রার্থীদের সহযোগিতায় ডিএসসিসি’র সব এলাকা থেকে ক্যাম্প অফিস অপসারণ কার্যক্রম শুরু করছি।
ডিএসসিসি মেয়র আরও বলেন, আমরা নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। এরইমধ্যে ৯৫ ভাগ এলাকার পোস্টার, ব্যানার অপসারণ হয়েছে। এখনো যদি কোথাও পোস্টার, ব্যানার থাকে তাহলে আমাদের জানালে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দেবো।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৯/মাহবুব