একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে ৫ জন আনসার সদস্য মারা গেছেন এবং ১৭ জন আহত হয়েছেন। যাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের পাশাপাশি আর্থিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।
শনিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহাপরিচালক সাংবাদিকদের এসব কথা জানান।
এ উপলক্ষে মহাপরিচালক এর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। ওই অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসিফ ইকবাল, সকল উপ-মহাপরিচালক, পরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সারাদেশ থেকে সমাবেশে আগত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ব্যাটালিয়ন আনসার ও সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে মহাপরিচালক বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল জেলা কার্যালয়ে ভিডিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ ২০১৯ এর উদ্বোধন উপলক্ষে বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় লক্ষাধিক ভিডিপি নারী ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল