বরিশালের চরআইচা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বন্দর থানার ওসি মোস্তফা হায়দার বলেন, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। তার পরণে গেঞ্জি, হাতে আংন্টি এবং কোমড়ে বেল্ট পরিহিত ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন