রাজধানীতে চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে আসমানী পরিবহনের ওই বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ওই তরুণী। ঢাকা আশুলিয়া মহাসড়কের স্লুইসগেট এলাকায় গত ২৮ ডিসেম্বর এ গণধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে।
ওইদিন ঘটনার পর আহত তরুণীকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে ভর্তি করে স্থানীয়রা। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে, ওই তরুণীর চাচা গত ৩ জানুয়ারি বৃহস্পতিবার এ ঘটনায় গণধর্ষণের চেষ্টার অভিযোগ এনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলায় বাসচালক রাসেল ভুঁইয়া (২০), হেলপার মো. মিরাজসহ (২৫) আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসটির চালক রাসেল ভুঁইয়াকে (২০) গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে বলে জানা যায়। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার