রাজধানীর শ্যামপুর পোস্তগোলায় পিকআপ ভ্যানের চাপায় আফরোজা আক্তার নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। শনিবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত ওই ছাত্রীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিলে চিকিৎসক রাত সোয়া ১০ টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের মামাতো ভাই শরিফুল ইসলাম জানান, তাদের বাসা জুরাইন আইজি গেট কবরস্থান রোডে। আফরোজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ'র ছাত্রী ছিলেন।
তিনি জানান, পোস্তগোলা এলাকায় দুজনই টিউশনি করেন। টিউশনি শেষ করে বাসায় ফেরার জন্য পোস্তগোলা ব্রিজের নিচে রিক্সার জন্য অপেক্ষা করার সময় একটি পিকাপ আফরোজাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আফরোজার বাবার নাম রবিউল ইসলাম।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার