গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।। আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা একটি পুরানো ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল