নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাকিল মিয়া (২৩) নামে এক বিকাশের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রবিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বিশ্ববরোড সাঈদ মার্কেট এলাকায় ঘটে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় শাকিল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব