বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরায় আজও ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো সড়কটি অবরোধ করেন শ্রমিকরা।
এ সময় পুলিশ এসে তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। শ্রমিকরা তখন সরে গেলেও কিছুক্ষণ পরই তারা এসে আবারও সড়কে অবস্থান নেন। পরে সড়কে একটি বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। বিশেষ করে বিমানবন্দর থেকে যেসব মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাবেন তারা পড়েন ভোগান্তিতে। পায়ে হেঁটেই চলাচল করতে দেখা যায় অনেককে।
এর আগে রবিবারও একই দাবিতে সড়কটি অবরোধ করেন পোশাকশ্রমিকরা।
বিডি প্রতিদিন/কালাম