সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ফোরকান (৩০) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকারে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সজল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপ ভ্যান নিয়ে আশুলিয়ার দিকে আসছিলেন ফোরকান। পথে নবীনগর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় পিকআপে থাকা খুঁটি চালকের গায়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই সজল জানান, খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাসের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব