রাজধানীর ডেমরায় ফারিয়া আক্তার দোলা (৪) ও নুসরাত জাহান (৪) নামে দুই শিশুকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিহত নুসরাতের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, গোলাম মোস্তফা ও আজিজুল নামে দু’জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, রাজধানীর ডেমরায় সোমবার রাত ১০টার দিকে একটি ফ্ল্যাট থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তারা ওইদিন (সোমবার) দুপুর থেকে নিখোঁজ ছিল। লাশ দুটি উদ্ধারের পরে মঙ্গলবার দুপুরে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ময়নাতদন্ত করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) সিদ্দিকুর বলেন, সোমবার রাত পৌনে ১০টার দিকে আবুলের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মেয়ে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে নিহত নুসরাতের কপাল এবং বাম চোখ ও নাকের উপরে কালো দাগ আছে। আর ফারিয়ার গলার ডান পাশের সামনের দিকে কালচে দাগ রয়েছে। ওই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম