বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোর দাবিতে চতুর্থদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
বুধবার সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশীতে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া, সাভার ও রাজধানীর দক্ষিণখান এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এাতে এসব এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকাল থেকেই কালশীর ২২তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকেন। এরপর মূল সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আলোচনার মাধ্যমে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব