১০ মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপোর শ্রমিকদের ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘট ও কর্মবিরতির প্রত্যাহার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে জোয়ার সাহারা বাস ডিপোর ব্যবস্থাপক মো. নূর আলমের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
জানা যায়, আজ দুপুরের মধ্যে শ্রমিকদের একমাসের বেতন দেওয়া হবে। এছাড়া চলতি মাসের ৩১ জানুয়ারির মধ্যে আরও একমাসের বেতন দেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
এরআগে শ্রমিকরা মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত ৮টার মধ্যে ১০ মাসের বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবি-দাওয়া মেনে নেওয়া দাবিতে দেশব্যাপী পরিবহন ধর্মঘট ও কর্মবিরতির ডাক দেন।
বিডি প্রতিদিন/হিমেল