বকেয়া বেতন পরিশোধ ও নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে পঞ্চমদিনের মতো রাজধানীর মিরপুরের কালশী, শেওড়াপাড়ায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী, শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নেন কয়েকটি গার্মেন্টসের কয়েকশ' শ্রমিকরা। এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সরে যান।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৯/মাহবুব