ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের গত ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার।
ডিসেম্বর ২০১৮ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, পিপিএম-সেবা সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এবিএম মশিউর রহমান, পিপিএম, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মো. সাজু মিঞা, পুলিশ পরিদর্শক (তদন্ত), কদমতলী থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মাহবুব আলম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) কদমতলী থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই রুহুল আমিন, ডেমরা থানা ও এসআই মাহাবুবুর রহমান, ইনচার্জ, গাবতলী বাস টার্মিনাল, দারুসসালাম থানা, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই মো. হেলাল উদ্দিন, সবুজবাগ থানা ও এএসআই আরশেদ আলী, শ্যামপুর থানা।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মো. হেলাল উদ্দিন, সবুজবাগ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই মো. জুনাঈদ হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার এবিএম মশিউর রহমান, পিপিএম, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই রুহুল আমিন, ডেমরা থানা, ওয়ারী বিভাগ ও শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার এসআই মো. রুহুল আমিন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা।
ডিএমপি’র গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ বিভাগ ডিবি-উত্তর বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ মাদক উদ্ধার টিম, ডিবি-উত্তর বিভাগ, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম গোলাম সাকলায়েন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, ডিবি-উত্তর, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম মাহবুবুল আলম, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ মাদক উদ্ধার টিম, ডিবি-উত্তর বিভাগ ও অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম মো. আরিফুল হক, পুলিশ পরিদর্শক, অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম।
ডিএমপি’র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-উত্তর বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, উত্তরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক ইন্সপেক্টর, রামপুরা ট্রাফিক জোন, ট্রাফিক-পূর্ব বিভাগ, শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট মো. মহিবুল্লাহ, লালবাগ ট্রাফিক জোন ও সার্জেন্ট মাজেদুল হক, লালবাগ ট্রাফিক জোন।
বিট পুলিশিং কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন মো. আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন), মো. সালাহ্ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন), মো. শাহীন ফকির, বিপিএম, অফিসার ইনচার্জ, কামরাঙ্গীরচর থানা, জামাল উদ্দিন মীর, অফিসার ইনচার্জ, মোহাম্মদপুর থানা ও মো. ইকরাম আলী, পিপিএম, অফিসার ইনচার্জ, হাজারীবাগ থানা, ডিএমপি, ঢাকা।
ট্রাফিক সচেতনামূলক কর্মসূচির জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত হলেন মো. সাইদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী), ট্রাফিক-পূর্ব বিভাগ ও এসএম বজলুর রশিদ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী), ট্রাফিক-পূর্ব বিভাগ, ডিএমপি, ঢাকা।
বিশেষ পুরস্কার পেলেন যারা তারা হলেন- হত্যা চেষ্টার পরিকল্পনাকারী আনসার উল্লাহ বাংলা টিমের ০২ জন সক্রিয় সদস্যকে আটক করায় পুরস্কৃত হয়েছেন মো. জাহিদুল হক তালুকদার, পিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, ধারালো অস্ত্রসহ ডাকাত দলের ০২ জন সদস্য আটক করায় পুরস্কৃত হয়েছেন মৃত্যুঞ্জয় দে সজল, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল, উস্কানিমূলক ও কটুক্তিকারী ২ জন গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন মো. আজহারুল ইসলাম মুকুল, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, আনসার উল্লাহ বাংলা টিমের ২ জন সক্রিয় সদস্যকে আটক করায় পুরস্কৃত হয়েছেন মো. তোহিদুল ইসলাম, বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বানোয়াট, উস্কানিমূলক লেখা ও ভিডিও পোস্টকারী ১ জন গ্রেফতার ইশতিয়াক আহমেদ, সহকারী পুলিশ কমিশনার, ডিজিটাল ফরেনসিক টিম, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক লেখা ও ভিডিও আপলোডকারী ৪ জন গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন ধ্রুব জ্যোর্তিময় গোপ, সহকারী পুলিশ কমিশনার, সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম, হত্যা মামলার আসামী গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন মুঃ মোরাদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) চকবাজার মডেল থানা, গণধর্ষণ ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন আবুল খায়ের, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুগদা থানা, অশ্লীল ভিডিও চিত্র তৈরির মাধ্যমে ফেসবুকে ভাইরাল করার হুমকি প্রদানকারী ১ জনকে আটক করায় পুরস্কৃত হয়েছেন মো. নাজমুল নিশাত, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারী কয়েকটি মামলার আসামি গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন মো. রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য সম্প্রচারকারী ১ জন আটক মো. শওকত আলী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ডিজিটাল ফরেনসিক টিম, ধর্ষণের ঘটনায় মুন্সিগঞ্জ জেলায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন আমেনা খাতুন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ।
২টি হ্যান্ডমেড গ্রেনেড (আইইডি) ও বিপুল পরিমাণ আনুসাঙ্গিক সামগ্রী উদ্ধার করায় পুরস্কৃত হয়েছেন এসআই (নিঃ) মো. হারুন অর রশিদ, ওয়ারী থানা, হত্যা মামলার আসামি গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম, মোহাম্মদপুর থানা, হত্যা মামলার আসামি গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান মনি, আদাবর থানা, হিজবুত তাহরীরের ৪ জন সদস্যকে আটক করায় পুরস্কৃত হয়েছেন এসআই (নিঃ) আকিব নূর, উত্তরা-পশ্চিম থানা, হত্যা মামলার ২ জন আসামিকে গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন এসআই (নিঃ)/ মো. শফিউল আলম, দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ি, তুরাগ থানা, ভিকটিম উদ্ধারসহ আসামি গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন এসআই (নিঃ)/মাছুমা আফ্রাদ, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, ছিনতাইকারী আটক করায় পুরস্কৃত হয়েছেন শিক্ষানবিশ সার্জেন্ট/মো. ফয়সাল আহমেদ, শাহবাগ ট্রাফিক জোন ও কনস্টেবল/১৩৭৬২ মো. ইয়াহিয়া, শাহবাগ ট্রাফিক জোন, ট্রাফিক-দক্ষিণ বিভাগ, ডিএমপি, ঢাকা।
এছাড়াও বিশেষ পুরস্কার প্রাপ্তরা হলেন- স্পেশাল অ্যাকশন গ্রুপ, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, সিস্টেম অ্যানালিস্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেট-১ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-২।
বিডি প্রতিদিন/এনায়েত করিম