রাজধানীর মগবাজার এলাকার রেললাইনের ওপর বিকল হওয়া ট্রাক ট্রেনের ধাক্কায় দুমরে-মুচড়ে গেছে। শনিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি ট্রাক মগবাজার এলাকার রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এসময় সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস রেললাইনে ওপর থাকা ট্রাকটিকে ধাক্কা দিয়ে কমলাপুরের দিকে চলে যায়। তবে ট্রাকে ধাক্কা লাগার আগেই চালক-হেলপার নেমে পড়ে। পরে কমলাপুর থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন ট্রাকটিকে আবারো ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানা সূত্র জানায়, খবর পেয়ে পরে র্যাকারের মাধ্যমে রেললাইন থেকে ট্রাকটি সরানো হয়েছে। চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ