গত সপ্তাহে মিরপুর, উত্তরায় টানা কয়েকদিন সড়ক অবরোধের এবার রাজধানীর দারুস সালাম থানার এশিয়া সিনেমা হলের কাছে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানারা শ্রমিকরা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
গত সপ্তাহে নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ করলেও এদিন বেতন-ভাতার সমন্বয় এবং সেখানকার একটি কারাখানায় দুই পোশাক শ্রমিককে মারধর করার অভিযোগ সড়কে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। আর শ্রমিক বিক্ষোভ শুরু হওয়ার গার্মেন্টস কর্তৃপক্ষ সবগুলো কারাখানাই ছুটি ঘোষণা করে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৯/মাহবুব