সাম্প্রতিক সময়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গী এলাকায় ৯টি গার্মেন্টসে ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে আটক করেছে র্যাব।
টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম। তিনি বলেন, তারা এ ঘটনায় সরাসরি জড়িত।
তিনি আরও বলেন, তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রাথমিকভাবে আটক পাঁচজনের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৯/মাহবুব