ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং চট্রগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সোহেলের নৃশংস হত্যার বিচার চেয়ে বিবৃতি দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
শনিবার ওই বিবৃতিতে সোহেল হত্যা ও তাকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি এ হত্যার বিচারে আজ সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন ডেকেছেন তারা।
এরআগে, গতকাল বাদ আছর নিহত সোহেলের রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
ওই দোয়া মাহফিলে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সোহেলকে চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে বাজারে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে সোহেলকে গণপিটুনির নামে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, স্থানীয় কাউন্সিলর সাবের আহমদ সওদাগর ও জাতীয় পার্টির নেতা ওসমান খান পরিকল্পিতভাবে সোহেলকে গণপিটুনির নামে খুন করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল