গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, আমি মন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, গা ঝাড়া দিয়ে উঠুন, আমি নিশ্চয়তা দিচ্ছি কেউ অহেতুক হয়রানি হবেন না। আর স্থবির হয়ে থাকবে না। প্রতিষ্ঠানটিকে দুর্নীতি মুক্ত করে জনবান্ধব হিসেবে কাজ করেন।
আজ রাজউকের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শ. ম রেজাউল করিম বলেন, রাজউকের অধিকাংশ কর্মকর্তারাই সৎ। কিন্তু কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠানটির নামে মানুষের কাছে খারাপ ধারণা রয়েছে। তাদের বিরুদ্ধে ফাইল আটকে রাখা কিংবা প্লট সংক্রান্ত নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ সত্য নয়। কিন্তু আমার কথা হলো কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই থাকবে কেন?
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান, সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন