রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভবন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত সেই কিশোরের নাম অভি (১৭)।
রবিবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসস্ট্যান্ড মোড়ের পাশের ময়ূরী ভিলা নামে একটি ভবন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়। তবে অন্যকোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর