বিএনপি নেতৃত্বোধীন ২০ দলের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। আমিনুর রহমানকে মহাসচিব করে নতুন ওয়ার্কিং কমিটি গঠন করেছেন দলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
সোমবার তিনি এ কমিটির অনুমোদন দেন।
পার্টির মহাসচিব আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, অ্যাডভোকেট বেনী আমিন, মাহমুদ খান ও শামসুদ্দিন পারভেজ, যুগ্ম মহাসচিব নুরুল কবির ভূঁইয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, দফতর সম্পাদক আল আমিন ভূঁইয়া রিপন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, ঢাকা মহানগর সভাপতি আলী হোসাইন ফরায়েজী, প্রচার সম্পাদক এরশাদুর রহমান মোল্লা এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহানা সুলতানা শিলাকে নিয়ে ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন