রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আজ মঙ্গলবার থেকে চতুর্থবারের মতো বিশেষ অভিযানে নামছে পুলিশ।
জানা গেছে, আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান শুরু হবে। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
দুপুর ২টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগে ২০১৭ সালের আগস্টে জাবালে নূরের বাস চাওয়ায় দুই শিক্ষার্থী নিহতের পর তিন দফা বিশেষ অভিযান চালায় পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন