জাকের পার্টির উদ্যোগে আজ শুক্রবার দেশব্যাপী উপজেলা পর্যায়ে ইসলামিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২০ উপলক্ষে জাকের পার্টি এ অনুষ্ঠান আয়োজন করেছে।
ওয়াক্তের নামাযের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মিলাদ মাহফিল, জিকির আসকার এবং প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক রূপ ও সকল সম্প্রদায়ের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি তথা বহু সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে ওয়াজ অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক নারী-পুরুষ ইসলামী এ সব অনুষ্ঠানে সমবেত হন। দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি এবং বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ কর্মসূচি।
বিডি প্রতিদিন/ফারজানা