রাজধানীর বনানী থানায় স্ত্রীর দায়ের করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের বহিষ্কৃত উপপরিচালক তাওফিক উস সামাদ তন্ময় ও তার বাবা আবদুস সামাদকে।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার একটি টিম বাংলাদেশ ব্যাংক কলোনি থেকে তন্ময় ও তার বাবা সামাদকে গ্রেফতার করে। পরে মতিঝিল থানা থেকে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আবু তাহের ভূঁইয়া তাদের বনানী থানায় নিয়ে আসেন। বনানী থানা থেকে আদালতে নেওয়া হলে তন্ময় ও তার বাবাকে কারাগারে প্রেরণ করেন আদালত। তন্ময়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা ও ধর্ষণের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।
মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তন্ময় ও তার বাবা সামাদকে গ্রেফতার করা হয়। আসামিরা বার বার অবস্থান পরিবর্তন করায় তাদের গ্রেফতারে কিছুটা বিলম্ব হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন