মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রবিবার প্রকাশিত রাজাকারের তালিকায় বরিশাল বিভাগে ছয়জন নারীর নাম এসেছে। তালিকার অনেক নামের মতো কিছু নাম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
তালিকায় বরিশাল বিভাগের ছয় নারী রাজাকারের নামগুলো হলো- বরিশাল নগরীর ঊষা রানী চক্রবর্তী (সিরিয়াল-৪৫), নগরীর ঝাউতলা এলাকার কনক প্রভা মজুমদার (সিরিয়াল-৩৭), উজিরপুরের বিজয়া বালা দাস (সিরিয়াল-৩৫), আভা রানী দাস (সিরিয়াল-২৭), পারুল বালা কর্মকার (সিরিয়াল-৩৩) ও বাবুগঞ্জের দেহেরগতি এলাকার রাবিয়া বেগম (সিরিয়াল-১৫১)।
এদের মধ্যে ঊষা রানী চক্রবর্তী গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তপন কুমার চক্রবর্তীর মা। অবশ্য রাজাকারের তালিকায় ৬৩ নম্বরে তপন চক্রবর্তীর নামও এসেছে বলে নিশ্চিত করেছেন তারই মেয়ে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
বিডি প্রতিদিন/আরাফাত