বনানীর রেইন ট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলায় জামিনে থাকা আসামি সাফাত আহমেদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একই সঙ্গে বিষয়টি আগামী ৬ জানুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে থাকা রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক আবেদনের শুনানি নিয়ে চিকিৎসার জন্য সাফাতকে বিদেশ যেতে ৯ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ অনুমতি দিয়েছিল। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করে। মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত। একইসঙ্গে ৬ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দি রেইন ট্রি ঢাকা’ হোটেলে সাফাত আহমেদের জন্মদিনে যোগ দিতে গিয়েই ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন (মামলা নম্বর-৮) ভুক্তভোগী তরুণীদের একজন।
বিডি-প্রতিদিন/মাহবুব