দুইজন মেধাবী শিক্ষার্থীকে রাজশাহী জেলা পরিষদ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তাদের হাতে এককালীন এই শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।
বৃত্তি পাওয়া দুই শিক্ষার্থী হলেন- রাজশাহী কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌসুমি খাতুন ও বাঘা উপজেলার শাহ্ দৌলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সোহানুর রহমান। মৌসুমির বাড়ি জেলার বাগমারা উপজেলার হলুদঘাট গ্রামে। সোহানুরের বাড়ি বাঘার আহমদপুরে।
উল্লেখ্য, প্রতি বছরই রাজশাহীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে জেলা পরিষদ। এ বছর মোট ২৩৬ জনকে এই বৃত্তি দেওয়া হলো।
বিডি প্রতিদিন/হিমেল