শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পুনর্মিলনী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরা জম জম কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর-রশিদ (বীর প্রতীক), প্রবীণ সাংবাদিক ভাষাসৈনিক ও লেখক কামাল লোহানী, ভারতীয় দূতাবাস-ঢাকা এর শিক্ষাবিষয়ক প্রথম সচিব অক্ষয় জোশী ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্তসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
বিডি প্রতিদিন/আরাফাত