চীনা নাগরিক গাউ জিয়ান হু হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার আব্দুর রউফ ও ইনামুল হককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক ফজলুল হক মামলার সুষ্ঠু তদন্তে জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দুপুরে রাজধানীর বনানীতে মাটিচাপা দেয়া অবস্থায় গাউ জিয়ান হু’র মরদেহ উদ্ধার করে পুলিশ। পদ্মা সেতুতে পাথর সরবরাহকারী হিসেবে কাজ করতেন তিনি। থানা পুলিশের পাশাপাশি ডিবি উত্তর বিভাগ মামলার তদন্ত করছে মামলাটির।
বিডি প্রতিদিন/আরাফাত