ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটের তারিখ রবিবার (২২ ডিসেম্বর) নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ওইদিনই তফসিল ঘোষণার হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
তফসিল নির্ধারণের জন্য রবিবার একটি সভা ডেকেছে ইসি সচিবালয়। এতে আলোচনার বিষয়বস্তুতে প্রথমেই রাখা হয়েছে-‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল নির্ধারণ’।
ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, আমরা ভোটের প্রস্তাবনা তৈরি করে ইতোমধ্যে কমিশনের কাছে দিয়েছি। সেখানের ভোটের তারিখ ফাঁকা রাখা হয়েছে। রবিবারের আলোচনায় সিদ্ধান্ত এলে ফাঁকা জায়গায়গুলো ভোটের তারিখ দিয়ে পূরণ করা হবে। এরপর তফসিল ঘোষণা হবে। এক্ষেত্রে সভা শেষেই তফসিল ঘোষণা হতে পারে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে জানান, কমিশন বৈঠকে ভোটার তারিখ নির্ধারণ হবে। সিদ্ধান্ত এলে সেদিনই তফসিল ঘোষণা হতে পারে।
বিডি প্রতিদিন/আরাফাত