বরিশাল নগরীর সদর রোডের একটি জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রকাশ্যে ধূমপান করার দায়ে একজনকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওজন যন্ত্রের লাইসেন্স না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৩২(১) ধারায় নগরীর একটি জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সদর রোডের জনবহুল স্থানে প্রকাশ্যে ধূমপান করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ১০০ টাকা জরিমানা করেন।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন