রাজশাহীতে পদ্মা নদী ভরাট করে বালু পরিবহনের ট্রাক চলাচলের রাস্তা অপসারণের কাজ শুরু হয়েছে। নদীর মধ্যে আড়াআড়ি বাঁধ দিয়ে রাস্তাটি তৈরি করায় নদীর গতিপথ বন্ধ হয়ে যায়। আর এনিয়ে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন। পরে জেলা প্রশাসকের নির্দেশে সেই ভরাট অপসারণ শুরু করেছেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে মেশিন লাগিয়ে ভরাট করা মাটি ও বালু অপসারণ করা হচ্ছে। পদ্মার ওই অংশকে আগের অবস্থায় নিয়ে আসতে ওই ভরাট অংশ অপসারণ করা হচ্ছে।
গত রবিবার জেলা প্রশাসক হামিদুল হক পদ্মা নদীর গতিপথ রোধ করে রাস্তা তৈরির জন্য আওয়ামী লীগ নেতা বেন্টুকে চিঠি দেন। ওই চিঠিতে তিনদিনের মধ্যে ভরাট অপসারণ করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। মঙ্গলবার ছিল শেষ দিন।
পদ্মা নদী দখল ও ভরাট নিয়ে আন্দোলনে থাকা ডা. মাহফুজুর রহমান এবং রাজশাহীর নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক এই রাস্তার স্থায়ী অপসারণ চান। জেলা প্রশাসক হামিদুল হক জানান, আজিজুল আলম বেন্টু ভরাট অপসারণ করা হয়েছে বলে যখন জানাবেন, তখন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক