পরিবেশ ও বায়ু দূষণের অপরাধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক ঠিকাদারসহ ৪ বাড়ির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর নিকেতন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও মো. আবদুল হামিদ মিয়া। অভিযানের বিষয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পরিবেশ দূষণকারী যেই হোক কাউকে ছাড় দেবো না। আজ থেকে অভিযান শুরু হয়েছে, এটি অব্যাহত থাকবে। একটি সুন্দর বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, ‘নিকেতন এলাকায় বাড়ি নির্মাণের সামগ্রী সড়ক ও ফুটপাতে ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করেছিল বাড়িওয়ালারা। সেই সঙ্গে নির্মাণ সামগ্রী ঢেকে না রাখায় বাতাসের সঙ্গে মিশে পরিবেশ দূষণ করছে মাটি ও বালু।’ এসব কারণে একজন ঠিকাদারসহ ৪ জন বাড়ি মালিকের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এছাড়া গুলশান ১ নম্বর ও ২ নম্বর এর মিডিয়ানে রেনেসা হোটেল কর্তৃক অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এ সময় মেয়র বলেন, অনেকেই নিজেকে ক্ষমতাবান মনে করেন, যা খুশি তাই করেন। আইন মানেন না, তোয়াক্কা করেন না। কিন্তু মনে রাখতে হবে দেশের উপরে, সরকারের উপরে ক্ষমতাবান কেউ নেই।
তিনি বলেন, হুট করে যে কেউ এসে রাস্তার মিডিয়ান, ফুটপাত, লাইটপোস্টে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগাবেন- অবৈধ বিদ্যুৎ সংযোগ নেবেন, যা খুশি তাই করবেন- এভাবে চলতে পারে না। সিটি কর্পোরেশনের অনুমতি নেয়ার বিধান আছে, সেগুলো মেনে চলতে হবে। আইন মানার মানসিকতা গড়ে তুলতে হবে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার সাইদ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর মঞ্জুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক