বড়দিন উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বুধবার সকালে বনানীর হলি স্পিট ক্যাথলিক চার্চ পরিদর্শনকালে একথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ খ্রিস্টান ধর্মীয়গুরুরা উপস্থিত ছিলেন।
সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বড়দিন উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং সন্তোষজনক। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় খ্রিস্টান ধর্মীয়গুরু ও পূর্ণার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। নিরাপত্তা নিয়ে কোন ধরনের আশঙ্কা তৈরি হয়নি।
অনুষ্ঠানে হলি স্পিট ক্যাথলিক চার্চের পরিচালক ফাদার প্যাট্রিক শিমল গমেজ নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ এবং সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান।
এ সময় খ্রিস্টান ধর্মগুরু ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বড়দিন উপলক্ষে কেক কাটেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/মাহবুব