ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে স্নায়ু বিকাশ প্রতিবন্ধী 'সুবর্ণ নাগরিক (গোল্ডেন সিটিজেন)' এর বার্ষিক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর উত্তরা মডেল টাউনের ডিয়াবাড়ির আরপি সিটিতে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগের প্রায় ৪ হাজার প্রতিবন্ধী শিশু, তাদের স্বজন ও সুহৃদরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করেন আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট। ব্যবস্থাপনা সহযোগী ছিলেন সুইড বাংলাদেশ।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সুবর্ণ নাগরিক আহমেদ আবদুর রহমান। বক্তব্য রাখেন আহমেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান ডা. তাজকেরা খানম, সুইড বাংলাদেশ-এর সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন, ভারপ্রাপ্ত মহাসচিব মাহবুবুল মুনীর, সাংস্কৃতিক সম্পাদক ইমেলদা হোসেন দিপাসহ আরো অনেকে।
দিনব্যাপী এই আনন্দ সমাবেশের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রতিবন্ধী শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সংগীত ও নৃত্যানুষ্ঠান , ক্রীড়া প্রতিযোগিতা, অভিনয় ও কৌতুক পরিবেশন। অনুষ্ঠানে বিদেশে পুরস্কার পেয়েছে এমন প্রতিবন্ধী শিশুদেরকেও সন্মাননা দেয়া হয় ও পুরস্কৃত করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক