বিশ্বশান্তি রক্ষায় শহীদ সকল বীরদের স্মরণীয় করে রাখার জন্য স্মৃতিফলক, ভিত্তিস্তম্ভ তৈরির দাবি করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। বিশ্বশান্তি সেনা দিবস ২০১৯ উপলক্ষে আজ গণমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, বিশ্বশান্তি রক্ষায় বিজয়ের মাসে ১৬ বছর আগে বেনিনে ১৫ জন বীর সেনা কর্মকর্তা শহীদ হন। আজ জাতি তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সহিত স্মরণ করছে। শান্তি মিশনে এ পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ৮৮৭ জন বাঙালি সেনা সদস্যরা অংশ নেন। বিশ্বশান্তিতে মহিলাসহ বিভিন্ন বাহিনী কৃতিত্বের সহিত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিশ্বের বিভিন্ন দেশে। সুনাম বৃদ্ধিসহ দেশের মর্যাদা অক্ষুন্ন রেখেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের প্রতিরক্ষা বাহিনী বিশ্বের যেকোন প্রান্তে যেকোন সময়ে মানবতা, ন্যায় ও শান্তি রক্ষায় অতীতের মত ঝাঁপিয়ে পড়বে। সকল পরীক্ষায় আমাদের বীরত্ব ও সাহস প্রকাশ পাবে, এটাই আমাদের প্রত্যাশা। নেতৃদ্বয় শহীদ পরিবারের প্রতি সমবেদনাসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার