রংপুরে প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার বাবর আলীর সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাবিহা এবং ভোররাতে একই জেলার সাদুল্ল্যাহপুর থানাধীন ইদিলপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শারীরিক প্রতিবন্ধী আলম মিয়া মারা যান।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সুত্রে জানান, গত ১১ দিনে রমেক হাসপাতালে ২৬ জন অগ্নিদগ্ধ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুইজন মারা গেছেন এবং তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। বর্তমানে ১৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এরা সবাই শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানান এই চিকিৎসক।
রংপুর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ জানান, নিহত সাবিহা গত ১৮ ডিসেম্বর এবং আলম মিয়াা ২০ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব