রাজধানীর কামরাঙ্গীচরের লোহার ব্রিজ ঢাল এলাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত ২টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন জানান, আগুন লাগার সঠিক কোনো কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ