রাজধানীর বাড্ডায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) ৬ সদস্য গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সাতারকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোজিম ইউনিট।
এসময় গ্রেফতারদের কাছ থেকে ক্লোরোফর্ম, একটি ছুরি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, হুজির এ গ্রুপটি ডাকাতির মাধ্যমে সংগঠনের অর্থ সংগ্রহের চেষ্টা করছিল। তাদের কাছ থেকে উদ্ধার ক্লোরোফর্ম, ছুরি ও খেলনা পিস্তলগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো।
আজ শুক্রবার সকাল ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম