বিকল্প ধারার যুগ্ম মহাসচিব সংসদ সদস্য মাহী বি চৌধুরীর ছেলে আরাজ বি চৌধুরীকে বুধবার রাতে থানায় নিয়েছিল পুলিশ।
জানা গেছে, ওই দিন রাতে গাড়ি নিয়ে বেরিয়ে রাজধানীর বনানীতে একটি অটোরিকশাকে ধাক্কা দেন আরাজ। সেই ঘটনার জেরে তাকে আটক করে বনানী থানায় নিয়ে যায় কর্তব্যরত পুলিশ।
অবশেষে পুলিশ কর্মকর্তাদের ‘সরি’ বলে থানা থেকে ছাড়া পেয়েছেন আরাজ।
এ বিষয়ে বনানী থানার ওসি নুরে আযম মিয়া গণমাধ্যমকে বলেন, ‘থানায় পাঁচ মিনিট ছিলেন আরাজ। ট্রাফিক সার্জেন্টকে ‘সরি’ বলেছেন তিনি। সার্জেন্ট তাকে মাফ করে দিয়েছেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।’
জানা গেছে, ছেলেকে ছাড়িয়ে নিতে বনানী থানা হাজির হয়েছিলেন মাহী বি চৌধুরী।
গণমাধ্যমকে তিনি বলেন,‘আমার ছেলে কোনও দুঘর্টনা ঘটায়নি। তার কাছে বিদেশি ড্রাইভিং লাইসেন্স রয়েছে। সার্জেন্টের সঙ্গে ওটা নিয়েই তর্ক হয়েছিল। তাই তাকে থানায় নিয়ে আসা হয়। ’
তিনি আরও বলেন, ‘আমি নিজে থানায় গিয়ে ছেলেকে বলেছি, বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছ কেন? সেজন্য সে ওই সার্জেন্টকে ‘সরি’ বলেছে।’
উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে বনানী কবরস্থান এলাকায় একটি অটোরিকশাকে খয়েরি রঙের একটি গাড়ি ধাক্কা দেয়। আরাজ নিজেই ওই গাড়িটি চালাচ্ছিলেন। তখন ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলমগীর গাড়ি থেকে আরাজকে বের হতে বললে তার সঙ্গে দুর্ব্যবহার করেন আরাজ।
এরপর পুলিশ সদস্যরা আরাজ ও ওই সময় তার সঙ্গে থাকা এক বন্ধুকে বনানী থানায় নিয়ে যায়।
প্রসঙ্গত, আরাজের দাদা একিউএম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্প ধারার সভাপতি।
বিডি প্রতিদিন/কালাম